• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শাশ্বত সত্যে 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৪৯ পিএম;
শাশ্বত সত্যে 
শাশ্বত সত্যে 

শাশ্বত সত্যে .

মিজানুর রহমান মিজান .

কতজনা হয়রে আপন এ জগতে .

সঠিক সময় মিলে নাতো ধরলে যমদুতে।। .

ভাবছ তুমি টাকা হলে সবই সম্ভব  .

করোনা বুঝিয়ে দিল আতংক অসম্ভব .

স্রষ্টার দয়া শ্রেষ্ট, চাইলে বাঁচতে।। .

স্রষ্টার ইচ্ছার কাছে সকল হয় পরাজয় .

সহায় থাকলে স্রষ্টা সৃষ্টির প্রতি সবই হয় .

সঠিক খুজলে পাবে প্রভুর নেয়ামতে।। .

সংসার ধরে থাক-না ভুলে নিত্য রসে .

হয়তবা সব কিছু পাচ্ছ না সুসময়ে পাশে .

তাই বলে কি ধরবে, চলবে মিছু পথে।। .

এক কালেমায় বিশ্বাস রেখে নৌকা চালাবে .

আল্লাহর পথে কেঁদে কেঁদে বুক ভাসাবে .

জীবনের সব পিছে রেখে থাক শাশ্বত সত্যে।। .

তারিখ ২৩/১১/২০২১ খ্রিষ্টাব্দ। .

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ